
ছেনুআরা বেগম
কৃষি উদ্যোক্তা ছেনুআরা বেগম: সফল কৃষাণীর অনুপ্রেরণামূলক যাত্রা
ছেনুআরা বেগম খোর্দ্দ কেঁওচিয়া গ্রামের ছহির পাড়ার নুরুল ইসলামের সহধর্মিণী, যিনি গবাদিপশু পালন ও নানা ধরনের সবজি চাষে সফলতা অর্জন করেছেন। ২০০৭ সালে ছদাহার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আইয়ুব এর সাথে পরিচয়ের পর কৃষি কাজে সম্পৃক্ত হন এবং তাঁর পরামর্শে ধীরে ধীরে একজন সফল কৃষাণী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
বর্তমানে, তাঁর ১০ শতকের জমিতে মাল্টার বাগান, ৩ মৌসুমের ধান চাষ, নিরাপদ ও পুষ্টি বাগান এবং ভূট্টা চাষ সহ একাধিক কৃষি উদ্যোগ রয়েছে, যা সারাবছর শাক-সবজির চাহিদা পূরণ করে। এছাড়া, তিনি জৈব সার উৎপাদন করছেন এবং গবাদিপশু ও দেশী হাঁসমুরগি পালন করে পরিবারের চাহিদা মিটিয়ে বাইরেও বিক্রি করছেন।
কৃষি কাজের পাশাপাশি, তিনি সেলাই কাজ করে অবসর সময় কাটান এবং নারীদের আত্মনির্ভরশীল করার জন্য নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে কাজ করেন। সরকারের সহায়তা সহ প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতার মাধ্যমে কৃষি কর্মকর্তা আইয়ুব তাঁর পাশে রয়েছেন।
ছদাহার নারীর সার্বিক কল্যাণ ও উদ্যোক্তা ছেনুআরা বেগমের মতো সফল নারীদের উদাহরণ ছড়িয়ে পড়ুক ছদাহার প্রতিটি প্রান্তে, এই প্রত্যাশা সবসময়।