মঙ্গলবার, ১১ নভেম্বার ২০২৫,

বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর স্ত্রী উম্মে ছালমার হাত তুলে ধরেন রায়হান উদ্দীন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ইতিহাস গড়লেন ছদাহার কৃতীমুখ ঢাবি’র রায়হান-সালমা দম্পতি: ডাকসু নির্বাচনে দুই পদে যুগল জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক দম্পতি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করে, স্বামী-স্ত্রী দু'জনই একইসঙ্গে ডাকসুর গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছেন। এই দম্পতি হলেন ছদাহার কৃতীমুখ ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দিন ও তাঁর স্ত্রী সোনাকানিয়া ইউনিয়নের উম্মে সালমা ছালমা

স্বামী-স্ত্রী দু'জনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী' জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আজ বুধবার সকাল ৮টায় প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন চূড়ান্ত ফলাফল ঘোষণার পর তাদের এই যুগল বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসে এক নতুন কৌতূহল সৃষ্টি হয়েছে।

দু'জনের দুরন্ত জয়

ঘোষিত ফলাফল অনুযায়ী, উম্মে সালমা ৯ হাজার ৯২০ ভোট পেয়ে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, তাঁর স্বামী রায়হান উদ্দিন ৫ হাজার ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কার্যনির্বাহী সদস্য পদে।

দাম্পত্য জীবনে প্রবেশের পর একইসঙ্গে ছাত্র রাজনীতির সর্বোচ্চ মঞ্চে এই দম্পতির পদার্পণ নিঃসন্দেহে এক অনন্য ঘটনা। তাদের এই বিজয় শুধু ব্যক্তিগত নয়, বৃহত্তর চট্টগ্রামের সাতকানিয়ার এই দম্পতির জন্য এটি বিশেষ গর্বের বিষয়।

পরিচয়, পরিণয় ও রাজনীতি

রায়হান উদ্দিন (২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী) এবং উম্মে ছালমা (২০২০-২১ সেশনের শিক্ষার্থী) দু'জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র-ছাত্রী। প্রথম বর্ষে ভর্তির পরপরই ক্যাম্পাসে তাদের পরিচয় হয় এবং ২০২২ সালে দুই পরিবারের সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ব্যক্তিগত জীবনে রায়হানের ছাত্র রাজনীতিতে সক্রিয়তা পুরনো। তিনি স্যার এ এফ রহমান হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব সোসাইটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, তিনি ছাত্রশিবিরের সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, উম্মে ছালমা রাজনীতিতে সক্রিয় হন মূলত বিয়ের পর। তবে স্কুল ও কলেজ জীবনে তিনি স্কাউট এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর মতো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

 

শিক্ষার্থীদের জন্য ভাবনা

নির্বাচনে জয়ের পর এই দম্পতি এখন শিক্ষার্থীদের জন্য কাজ করতে বদ্ধপরিকর।

রায়হান উদ্দিন তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে বলেন, তাঁর মূল লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন (Skills Development)। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপযোগী করে কিছু পরিকল্পনা নিয়ে এগোতে চান।

অন্যদিকে, উম্মে ছালমা তার স্বামী রায়হানের মাধ্যমে বার্তা দিয়েছেন যে, নারী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও তাদের অধিকার নিয়ে কাজ করাই তাঁর মূল অগ্রাধিকার। কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদকের মতো পদে থেকে তিনি নারী শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে চান।

ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থীর মধ্যে এই দম্পতির যুগল জয় এবারের নির্বাচনে এক বিশেষ মাত্রা যোগ করল, যা আগামীতে ছাত্র সংসদ নির্বাচনে আরও অনেক শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।